অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


শহীদ মিনারে সমাবেশে যোগ দিলেন নাহিদ ইসলাম


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা আগস্ট ২০২৫ বিকাল ০৫:৫৭

remove_red_eye

৮৩

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই মধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

রোববার (৩ আগস্ট) বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে উপস্থিত হন তিনি। এসময় দলের নেতাকর্মীরা তাকে স্লোগান দিয়ে স্বাগত জানান।

এর আগে দলের সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা সমাবেশে যোগ দেন। দেশের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীদের সমাবেশে যোগ দিতে দেখা গেছে।