অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ইরানে ১১ দিনের হামলায় নিহত প্রায় ৫০০


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে জুন ২০২৫ রাত ০৮:০০

remove_red_eye

১২৫

ইরানে ১৩ জুন ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ‘প্রায় ৫০০’ জন নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

 

তবে ইরানের একটি মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান’ নিহত মানুষের সংখ্যা এর প্রায় দ্বিগুণ বলে মনে করে।

এদিকে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরায়েলের দাবি, তারা ইরানের ওপর তাদের হামলার তীব্রতা বাড়িয়েছে। সোমবার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সেখানে ‘নজিরবিহীন শক্তি’ দিয়ে হামলার কথা জানিয়েছেন।

কাৎজ আরও বলেন, তেহরানে যেসব লক্ষ্যবস্তু করা হয়েছে সেগুলো ওই  শাসনামলের প্রতীক।

সপ্তাহ শেষে ইরানের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানিয়ান শাসনামলের পরিবর্তনের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর ইরানিয়ান সামরিক নেতারা চূড়ান্ত প্রতিক্রিয়া দেওয়ার হুমকি দিয়েছেন।





আরও...