অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় আরো ৬ জনের করোনা শনাক্ত, মোট ৩২৫


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৫ই জুলাই ২০২০ বিকাল ০৩:৫৪

remove_red_eye

৯৮৬

অচিন্ত্য মজুমদার: ভোলায় নতুন করে আরো ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৫ জনে। এদের মধ্যে ১২৭ জন ইতিমধ্যেই সুস্থ্য হয়েছেন। আজ রবিবার (০৫ জুলাই) দুপুরে ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এতথ্য নিশ্চিত করেন। নতুন আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৪ জন, তজুমদ্দিনে ১ জন ও চরফ্যাশন উপজেলায় ১ জন রয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৩২৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১২৭ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ১৪৭ জনের মধ্যে সুস্থ ৫৪ জন। দৌলতখানে আক্রান্ত ২৬ জনের মধ্যে সুস্থ ৮ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৪০ জনের মধ্যে সুস্থ ১৬ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ২০ জনের মধ্যে সুস্থ ২ জন, লালমোহনে আক্রান্ত ৩৭ জনের মধ্যে সুস্থ ১৫ জন, চরফ্যাশনে আক্রান্ত ৪২ জনের মধ্যে সুস্থ ২৩ এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ১৩ জনের মধ্যে সুস্থ ৯ জন।

আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৪ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।

সিভির সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, এ পর্যন্ত ভোলা জেলায় ৩৭৬৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে রির্পোট এসেছে ৩৫৪৫ জনের। তার মধ্যে ৩২২০ জনের রির্পোট নেগেটিভ এবং ৩২৫ জনের পজেটিভ। এছাড়া ২২৪ জনের রির্পোট এখনো আসেনি।