অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


দৌলতখানে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি রাশেদ করোনায় আক্রান্ত


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৫ই জুলাই ২০২০ দুপুর ১২:৪৪

remove_red_eye

৮৪৭




দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখান উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রাশেদুল হাসান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত  হয়ে তার নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। ইতিমধ্যে তরুণ এই জনপ্রিয় সংগঠক রাশেদুল হাসান এর সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দোয়া কামনা করেছেন। এদিকে দৌলতখান উপজেলা মুক্তিযোদ্ধা পরিবার , ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক হামিদুর রহমান হাসিব ও সদস্য সচিব আদিল হোসেন তপু   ও দৌলতখান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর পক্ষ থেকে মোঃ রাশেদুল হাসানের  রোগমুক্তির জন্য সকল মহলের কাছে দোয়া কামনা করেছেন।


করোনা



আরও...