অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ইসরায়েল ‘করুণ পরিণতির’ মুখোমুখি হবে: খামেনি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই জুন ২০২৫ বিকাল ০৩:০৬

remove_red_eye

১৬০

ইরানের ওপর ইসরায়েলের বিমান হামলার পর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, এই হামলার মাধ্যমে ইসরায়েল নিজের জন্য একটি ‘করুণ পরিণতির’ পথ তৈরি করেছে।

 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, আয়াতুল্লাহ খামেনি বলেন, এই হামলা ইসরায়েলের বর্বর স্বভাবের প্রমাণ। তারা এমন একটি পথ বেছে নিয়েছে যার পরিণাম ভয়াবহ হবে এবং এর ফলাফল তারা নিশ্চিতভাবেই ভোগ করবে।

এর আগে শুক্রবার ইরানে বড় ধরনের হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রে আঘাত হেনেছে।

নেতানিয়াহু জানান, রাজধানী তেহরান থেকে ২২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাতানজ শহরে হামলা চালানো হয়েছে, যেটি ইরানের একটি প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র।

তিনি আরও বলেন, ইরানি বোমা তৈরির সঙ্গে জড়িত বিজ্ঞানীরাও আমাদের নিশানায় রয়েছেন। যতদিন প্রয়োজন, ততদিন এ আক্রমণ অব্যাহত থাকবে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, এ অভিযানে ২০০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয় এবং ইরানের ১০০টির বেশি স্থাপনায় হামলা চালিয়ে ৩৩০টিরও বেশি মারণাস্ত্র ব্যবহার করা হয়।

এদিকে, ইরানও পাল্টা জবাব দিচ্ছে বলে ইঙ্গিত মিলেছে। তবে ইরান থেকে উৎক্ষেপণ করা ড্রোনগুলো ইসরায়েলে কখন পৌঁছাবে, তা নিশ্চিত নয়।  

 





আরও...