অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দুবাইয়ের প্রতিষ্ঠিত কোম্পানি আল ব্লাকের নামে মানববন্ধন করে সুনাম নস্ট করছে একটি কুচক্র মহল


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে মে ২০২৫ সন্ধ্যা ০৬:২৯

remove_red_eye

১৫৯

কাজী জামাল, দৌলতখান: দুবাই প্রতিষ্ঠিত  আল ব্লাক কোম্পানির নামে মানববন্ধনের মাধ্যমে বিভিন্ন পত্রিকা ,অনলাইন ও টিভি ফেসবুকে ভুল  তথ্য  প্রদান করে সুনাম নষ্ঠ  প্রচারণা  চালাচ্ছে একটি মহল । সরেজমিনে গিয়ে শতাধিক  আল ব্লাকে কর্মরত  প্রবাসী, ও  তাদের পরিবারের কাজ থেকে জানা যায় , তারা দুবাই গিয়ে অর্থ  উপার্জন করে খুব ভালো অবস্থানে রয়েছে ,প্রতি মাসের পাওনাদি প্রতি মাসেই  পাঠায় । তাদের  পারিশ্রমিকে টাকা দিয়ে  জমি জমা ক্রয়সহ  বাড়ি ঘর নির্মানের  এক দৃশ্য  বেসে উঠে সৈয়দপুর ইউনিয়নের ৪ ,৫ ,  ও ৭,নং  ওয়ার্ডে  ।
জনমনে  উক্ত এরিয়া  দুবাই  নামে খ্যাতি অর্জন  করেছে । ঐ এলাকার কিছু  দুষ্ট  ও কুচক্র  মহল আল ব্লাক কোম্পানির  কাজ কর্মে ঈষা ইন্দানিত  হয়ে  মানববন্ধন  করে  সুনাম  নষ্টের পায়তারা চালাচ্ছে। প্রবাসী  শাহাবুদ্দীন জানান  দীর্ঘ  তিন বছর  নাজিমুদ্দিনের কোম্পানিতে  ভালো  বেতনে কর্মরত আছি  বৈদেশিক  অর্থ  দিয়ে  বাড়িঘর  নির্মান করে জমি জমা ক্রয়করে  ভালো আছি। সফুর কন্যা  রিনা বেগম জানান আমার তিন ভাই  আল ব্লাক কোম্পানিতে কর্মকরে আমাদের সংসারে  অভাব অনটন  দুর করেছেন। ঐ এলাকার জন সাধারণ ভুয়া মানববন্ধনের  বিরুদ্ধে  ক্ষোভ  প্রকাশ করে বলেন  নাজিমুদ্দিনের কোম্পানি  আমাদের এলাকার শত শত বেকার যুবকদের  নিয়ে কর্মসংস্থার ব্যবস্থা  করেছেন ,ঐ প্রবাসীরা এখন দালানঘর নির্মাণ  করে এলাকার সৌন্দর্য  সৃষ্টি  করেছে। এদের বিরুদ্ধে যারা মিথ্যাচার করে তারা দেশের উন্নয়ন চায় না।