অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


প্রবাসী আয়ে সুবাতাস, ২৪ দিনে এলো ২৭ হাজার ৬২৭ কোটি টাকা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে মে ২০২৫ সন্ধ্যা ০৭:০৩

remove_red_eye

১২০

প্রবাসী আয়ে সুবাতাস বয়েই চলেছে। চলতি মে মাসের ২৪ দিনে প্রবাসী আয় এলো ২২৪ কোটি ৬০ লাখ ৭০ হাজার ডলার।

যা বাংলাদেশি মুদ্রায় ২৭ হাজার ৬২৭ কোটি টাকা।  

রোববার (২৫ মে) বিকেলে এ প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, মে’র ২৪দিনের প্রবাসী আয় ইতিবাচক ধারাতে রয়েছে। ২৪ দিনের প্রতিদিন এসেছে ৯ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ২৫০ ডলার। এ প্রবাসী আয় আগের বছরের একই সময় এবং আগের মাস এপ্রিলের চেয়ে বেশি। আগের মাস এপ্রিল ও আগের বছরের মে মাসে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ৯ কোটি ১৭ লাখ ৪৪ হাজার ৩৩৩ ডলার ও ৭ কোটি ৫১ লাখ ৬৪ হাজার ৩৩৩ ডলার।  

প্রবাসী আয়ের বাংলাদেশ ব্যাংকের চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ কোটি ৫২ লাখ ৬০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত খাতের বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২০ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার।

বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩৭ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ লাখ ৩০ হাজার ডলার। একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে বেসরকারি খাতের ইসলাম ব্যাংকের মাধ্যমে ৩৭ কোটি ৭ লাখ ৮০ হাজার ডলার। 

 





আরও...