অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় স্যামসং মোবাইলের নতুন ২টি মডেলের সেট বাজারে উন্মুক্ত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০১৯ রাত ১০:৫৭

remove_red_eye

৮৩০

 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় স্যামসং মোবাইলের অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন গøাক্সি অ৩০ং ও গøাক্সি অ৫০ং নামে ২টি মডেলের সেট আনন্দঘন অনুষ্ঠানে কেক কেটে বাজারে বিক্রির জন্য উন্মুক্ত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভোলা বাংলা স্কুল মোড় সদর রোডে স্যামসং এর ভোলা শো রুমে ভোলা জেলা হিন্দু বৈদ্দ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক ও ভোলা জেলা জুয়েলারী সমিতির সাধারন সম্পাদক অবিনাশ নন্দি, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক , বাংলার কণ্ঠের ব্যবস্থপনা সম্পদক ,ভোলা মাছরাঙ্গা টিভি ও জনকণ্ঠের হামিদুর রহমান হাসিব, স্যামসং শো- রুমের প্রপাইটর চন্দ্র শেখর দে আপন কেক কাটেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক লক্ষন দাস,জেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি পিন্টু মন্ডল, সাধারন সম্পাদক অর্নব চন্দ্র দে চন্দন,সেলস টেরিটরি ম্যােিনজার রিয়াজুল হক মিঠুন প্রমুখ। ভোলা স্যামসং শো- রুমের প্রপাইটর চন্দ্র শেখর দে আপন জানান, ভোলার বাজারে আসা স্যামসং এর মডেল নং গøাক্সি অ৩০ং সেটটির দাম২২,৯৯০ টাকা ও গøাক্সি অ৫০ং মডেলের সেটির মূল্য ২৯,৯৯০ টাকা। এই সেট দুটিতে নতুন নতুন সুযোগ সুবিধা রয়েছেও বলে তিনি উল্লেখ করেন। যা অন্য কোন কোম্পানীর সেটে এই সুবিধা গুলো নেই।