অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


দৌলতখানে সামাজিক দূরত নিশ্চিত্বে কাজ করছে চিলেকোঠা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই জুন ২০২০ সন্ধ্যা ০৬:৩৪

remove_red_eye

১০১৫



দৌলতখান প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভোলার দৌলতখানে সচেতনতায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে সেচ্ছাসেবী সংগঠন চিলেকোঠা। সামাজিক দূরত্ব মেনে চলা ও সাবান দিয়ে হাত ধোয়াসহ মুখে মাস্ক ব্যবহার করা এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলার জন্য সাধারণ মানুষকে আহবান জানান তারা।

চিলেকোঠার দৌলতখানের একদল তরুণ যুবক প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত পৌরশহরের বিভিন্ন সড়কে উপজেলা প্রশাসনের পাশাপাশি এ সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়ে যান।


বুধবার (১৭জুন) এবিষয়ে চিলেকোঠার দৌলতখান টিম প্রধান নাজিম জানান, দেশের এমন ক্লান্তিলগ্নে মানুষ যেনো এগিয়ে আসে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে নিঃস্বার্থে টিম চিলোকোঠা সর্বক্ষণ কাজ করে যাচ্ছে। দেশের মানুষ ভালো থাকুক এই স্বপ্ন ও আশাকে পুঁজি করে নিজের ভিতরে এক দুর্বার শক্তি সঞ্চারিত করে দৃঢ় চিত্তে সকল দূর্যোগে মানুষের পাশে থাকবে চিলেকোঠা টিম।


তিনি আরও বলেন, আমাদের দৌলতখানে টিম চিলেকোঠায় ১৩ জন সদস্য রয়েছে। আমরা সবাই স্টুডেন্ট। আমাদের নিজের খরচে সচেতনতার পাশাপাশি গরীব ও অসহায় মানুষদের সহযোগীতা করে যাচ্ছি।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জীতেন্দ্র কুমার নাথ বলেন, সেচ্ছাসেবী সংগঠন টিম চিলেকোঠা যেভাবে কাজ করে যাচ্ছে, এটা সত্যিই প্রশংসার দাবীদার।



করোনা



আরও...