যুক্তরাজ্যে টানা দ্বিতীয় দিনের মত আক্রান্ত ও মৃত্যু কমেছে। একদিনে দেশটিতে ৩৮ জনের প্রাণ গেছে। আর শনাক্ত হয়েছেন ৯৬৮ জন।
তবে ব্রাজিলে কমছে না সংক্রমণ ও মৃত্যুহার। একদিনে ৭২৯ জনসহ মোট প্রাণ গেছে ৪৪ হাজার মানুষের। এছাড়া দেশটিতে একদিনে ২৩ হাজার ৬৭৪ জন আক্রান্ত হয়েছে। আর মোট শনাক্ত প্রায় ৯ লাখ।
এদিকে, ২৪ দিন পর আবারও নতুন করে দুজন আক্রান্ত হয়েছে নিউজিল্যান্ডে। আক্রান্ত দুজনই বিদেশফেরত। গেল সপ্তাহেই নিজেদের করোনামুক্ত ঘোষণা করে দেশটি। চীনে একদিনে ৪০ জন শনাক্ত হয়েছে যার মধ্যে বেইজিংয়েই ২৭ জন। দ্বিতীয় ধাপের সংক্রমণের আশঙ্কায় বেইজিংয়র স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
তথ্য সূত্র: ডিবিসি নিউজ।