অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভবিষ্যতে যারা আসবেন আশা করি তারা অতীত থেকে শিক্ষা নিবেন : ভোলায় নৌ পরিবহন উপদেষ্টা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:১৩

remove_red_eye

২৪৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আশা করি আগে স্বৈরাচারী সরকারের সময় যা খুশি তা করছে, সেটা যাতে ভবিষ্যতে না হয়। ভবিষ্যতে যারা আসবেন আশা করি তারা অতীত থেকে শিক্ষা নিবেন। কি করলে কি হয়। সেটা আশা করি আগামীতে যারা সরকারে আসবেন তারা নিশ্চয়ই এই শিক্ষা টা নিয়েছেন। যদি না নিয়ে থাকেন তা হলে আগামীতে কি হয় বলতে পারবো না। তবে আমরা যতো দিন আছি অরাজকতা চলবে না।

আজ শুক্রবার বেলা ১২ টায় ভোলার দৌলতখান বীরশ্রেষ্ট শহীদ সিপাহী মোস্তফা কামাল লঞ্চঘাট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ঝড় বৃষ্টিতে মানুষ যাতে নিরাপদে লঞ্চে উঠতে তার জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে ভোলা জেলায় মনপুরার সহ বেশ কয়েকটি  ঘাট নির্মাণ হচ্ছে। আমি স্থান পরিদর্শনে এসেছি। আমাদের কাজ অতিসত্বর শুরু হবে।এ বছরের মধ্যে কাজটি শেষ হবে বলে আশা করছি।


এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মো: আজাদ জাহান, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুর ইসলাম সহ অন্যান্যরা।


পরে তিনি তজুমদ্দিন লঞ্চ ঘাট ও ল্যান্ডিং ষ্টেশন নির্মাণ কার্যক্রম পরিদর্শন করবেন বলে জানা গেছে।