অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১৮ই জানুয়ারী ২০২৫ | ৫ই মাঘ ১৪৩১


লালমোহনে রাস্তার পাশ থেকে আহতাবস্থায় শিক্ষক উদ্ধার ।। আইসিউতে ভর্তি


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:০০

remove_red_eye

২৫

লালমোহন প্রতিনিধি : লালমোহন পূর্ব চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুব আলমকে গুরুতর আহতাবস্থায় রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কে ডাওরী বাকলাইর দোকান সংলগ্ন রাস্তার পাশে পরে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখান থেকে ভোলা হাসপাতালে রেফার্ড করা হলে শুক্রবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়েছে। বর্তমানে শিক্ষক মাহবুব আলম ঢাকার পপুলার হাসপাতালে আইসিউতে লাইফ সাপোর্টে রয়েছেন।
মাহবুব আলমের স্ত্রী ডাওরীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানা নাসরিন জানান, তার স্বামীতে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয়রা। কিভাবে তিনি আহত হয়েছেন তা জানেন না। তার জ্ঞান না ফেরায় এখনো কারণ জানা জায়নি। তবে স্থানীয়দের প্রাথমিক ধারণা, মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে লালমোহন বাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।