অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহনে জিয়া মঞ্চের লিফলেট বিতরণ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪

remove_red_eye

২২১

আকবর জুয়েল, লালমোহন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাস্ট্রকাঠামো মেরামত নিয়ে জাতির সামনে উপস্থাপিত ৩১ দফার লিফলেট বিতরণ করছেন ভোলা জেলা ও লালমোহন উপজেলার জিয়া মঞ্চের নেতাকর্মীরা। 
বৃহস্পতিবার সকালে জিয়া মঞ্চের নেতাকর্মীরা লালমোহন উপজেলা কার্যালয় থেকে মিছিল নিয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদের লালমোহন বাসায় গিয়ে উপস্থিত হন। পরে মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ জনতার মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে উদ্বোধন করেন। এরপর জিয়া মঞ্চের নেতাকর্মীরা লালমেহান পৌরশহরের বিভিন্ন জনসাধারণের মধ্যে এই রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ শেষে জিয়া মঞ্চের পক্ষ থেকে অসহায় হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের ভোলা জেলার আহবায়ক মো. হুমায়ুন কবির আজম, সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, লালমোহন উপজেলার আহবায়ক জিয়াউল হক আব্বাছ, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. ফরিদ উদ্দিন, সদস্য সচিব মো. কামাল, লালমোহন পৌরসভার আহবায়ক মো. মামুন, সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল, সদস্য সচিব মো. সোহেলসহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।