অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫ | ৩০শে পৌষ ১৪৩১


লালমোহনে বিজ্ঞান মেলা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:৩৮

remove_red_eye

১৯

লালমোহন প্রতিনিধি : ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে ভোলার লালমোহনে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ অনুষ্ঠিত হয়েছে। দুইদিন ব্যাপী এই মেলা সোমবার বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ সোমবার মেলার স্টল পরিদর্শন শেষে বিজয়ী স্টল ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন। মেলায় সিনিয়র ও জুনিয়র গ্রæপে মোট ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সমাপনি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শাহবাজপুর কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মোঃ নাজিউর রহমান সুমন। এসময় লালমোহন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল, উপজেলা প্রোগ্রামার মোঃ রবিউল আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার খলিলুর রহমান ইমনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।