অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহনে মামলার বাদীর পরিবারের উপর হামলা মারপিট ঘরবাড়ী ভাংচুর আহত -১


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫১

remove_red_eye

২৬৪

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহনে মামলার বাদীর পরিবারের উপর হামলা মারপিট ঘরবাড়ী ভাংচুর মালামাল লুটপাট'র অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বদরপুর ইউনিয়নের ০৯নং ওয়ার্ড সাতবাড়িয়া এলাকায় গত ৭ জানুয়ারী বিকালে এ ঘটনা ঘটে। 
 
অভিযোগ সূত্রে জানাযায়, সাতবাড়িয়া এলাকার ফজর আলী হাওলাদার বাড়ির ঝান্টু মিয়ার সাথে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে একই বাড়ির খোকন,হাছান,মনির পিয়ারা বেগম,লাইজু বেগম গংদের সাথে উক্ত বিরোধকে কেন্দ্র করে ঝান্টু হাওলাদর গংরা গত ২৯-৯-২০২২ ইং তারিখে ভোলা সিনিয়র সহকারী জর্জ আদালতে একটি দেওয়ানীমামলা দায়ের করেন যার নং ২৮৩/২০২২ এখনও সে মামলা চলমান অবস্থায় আছে। পরে আবার বিবাদীরা বাদীদেরকে হুমকি ধামকি মারপিট করতে আসলে গত ৩-১২-২৪ ইং তারিখে ঝান্টু মিয়ার মেয়ে বিলকিছ বেগম বাদী হয়ে ভোলা নির্বাহী ম্যজিস্ট্রেট আদালতে এমপি মামলা নং ১২৪/ ২৪ মামলা দায়ের করেন। বিবাদীগন মামলায় হাজিরা দিয়ে এসে ক্ষীপ্তহয়ে ঘটনার দিন বিকালে ঝান্টু মিয়ার উপর হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে তার ঘরের মালামাল ও স্বর্ণালংকার নিয়ে ঝান্টু মিয়ার স্ত্রী মোসা.হাজেরা বিবি (৭২) কে পিটিয়ে গুরুতর আহত করে পরে স্থানীয় লোকজন এসে ঘটনাস্থল থেকে আহতকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় ঝান্টু মিয়ার পরিবার ন্যায় বিচার দাবি করেন। 
 
অপরদিকে অভিযুক্ত মনির জানান, এদের সাথে আমাদের জমি সংক্রান্ত  বিরোধকে কেন্দ্র করে ভোলা কোর্টে মামলা দেয় আমরা সে মামলায় ৭ জানুরি কোর্টে হাজিরা দিয়ে আসতে সন্ধা হয় এ ঘটনার ব্যাপারে আমারা কিছু যানিনা।