অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


উজির আহমেদ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যু বার্ষিকীতে দোয়া মোনাজাত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৪৭

remove_red_eye

২৪৮

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন ২নং ওয়ার্ডে অবস্থিত আল্লামা উজির আহমেদ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হযরত মাওঃ আব্দুল হাই (রহঃ) এর ৪র্থ মৃত্যু বার্ষিকী ও ২০২৫ শিক্ষাবর্ষের ছবক প্রদান উপলক্ষ্যে দোয়া মোনাজাত  অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আল্লামা উজির আহমেদ কমপ্লেক্সের আয়োজনে  বাদ যোহর আলহাজ্ব হযরত মাওঃ আব্দুল হাই (রহঃ) এর জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় ও বিকেলে ছবক প্রধান অনুষ্ঠিত হয়। 
 
মধ্য কালমা সতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার সহকারী শিক্ষক মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও আল্লামা উজির আহমেদ কমপ্লেক্সের পরিচালক আলহাজ্ব মাওঃ মোঃ ফখরুদ্দীন রাজির সঞ্চালনায় এসময় বক্তব্য প্রদান করেন, মজমের হাট ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মো. আবুল বশার, মাঝি বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মো. ফজলুর রহমান, একতা বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মো.নূরুল্ল্যাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভোলা জেলার সভাপতি মাওলানা মো. জসিম উদ্দিন হাওলাদার প্রমুখ। 
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।