অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২৪ বিকাল ০৫:২৩

remove_red_eye

১৫৩

জামায়াত কেমন বাংলাদেশ চায়, এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না। বাংলাদেশ, বাংলাদেশের মতো হবে।

বুধবার (১৩ নভেম্বর) লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীরা দেশে এসে ব্যবসায় বিনিয়োগ করলে আমরা পাশে থাকবো। এ ক্ষেত্রে যত সমস্যা রয়েছে তা সমাধানে আমরা সর্বাত্মক চেষ্টা করবো।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা তারুণ্য সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে তরুণরাই সাহসের সঙ্গে আপসহীনভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে। বাংলাদেশের সঙ্গে অনেকেই ‘গরিবের বউ সবার ভাবি’ এমন আচরণ করছে উল্লেখ করে তিনি বলেন, আমরা কারও ভাবি হবো না, এই স্টিগ্মা থেকে আমরা দেশকে বের করে নিয়ে আসতে চাই।

জামায়াত আমির আরও বলেন, বাংলাদেশে নারীদের বাদ দিয়ে কিছু হবে না। নারীরা আত্মমর্যাদার সঙ্গে পূর্ণ নিরাপত্তা নিয়ে কাজ করবে। একজন পুরুষ ৮ ঘণ্টা কাজ করলে নারীদের জন্য ৬ ঘণ্টা কাজ করার সুযোগ দেওয়া উচিত, যাতে কাজের পাশাপাশি তারা তাদের পরিবার গঠন ও সন্তানের যত্ন নিতে পারে।

সংখ্যালঘুদের বিষয়ে জামায়াত আমির বলেন, আমরা দেশে সংখ্যালঘু আর সংখ্যাগুরু হিসেবে কাউকে বিবেচনা করবো না। আমরা সবাই বাংলাদেশি। সবাই মিলে আমরা একটি ইউনাইটেড বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে প্রত্যেক ধর্মের অনুসারীরা নিশ্চিন্তে তাদের ধর্ম-কর্ম করে যাবে। তিনি দেশ গড়তে ‘রাইট ম্যান ইন রাইট প্লেস’ নীতি অনুসরণ করতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান।

বিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট রফিক হায়দারের সভাপতিত্বে ও ডিরেক্টর জেনারেল সলিসিটর দেওয়ান মাহ্দীর পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, মাওলানা সিরাজুল ইসলাম, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট শাহগির বখত ফারুক, সাবেক প্রেসিডেন্ট ড. ওয়ালী তসর উদ্দিন, লন্ডন-বাংলা প্রেসক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মহিব চৌধুরী, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান, জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বাকার মোল্লা, সিলেট মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন, বিবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট আবুল হায়াৎ নুরুজ্জামান, ফাইন্যান্স ডিরেক্টর হেলাল খান, বিবিসিসিআইয়ের লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট মনির আহমেদ, বিবিসিসিআইয়ের মেম্বারশিপ ডিরেক্টর আব্দুল মুনিম, সাবেক মেয়র কাউন্সিলর জাহাঙ্গীর হক, দা সানরাইজ টুডের সম্পাদক সাংবাদিক এনাম চৌধুরী, ব্যবসায়ী আব্দুল কাদির।