অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৬শে মার্চ ২০২৫ | ১২ই চৈত্র ১৪৩১


বাজারে স্বস্তি ফেরাতে কাজ করব: বাণিজ্য উপদেষ্টা বশির


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৬

remove_red_eye

১০৫

বাজারে স্বস্তি ফেরাতে কাজ করবেন বলে উল্লেখ করেছেন সদ্য দায়িত্ব গ্রহণ করা অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা সেখ বশির উদ্দিন।

সোমবার (১১ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদেরকে তিনি এ কথা বলেন।

সেখ বশির উদ্দিন বলেন, মুদ্রাস্ফীতির ফলে ভোক্তাদের যে পরিমাণ খরচ বেড়েছে, সেই তুলনায় ক্রয় ক্ষমতা বাড়েনি। এ ব্যাপারে সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চাই। সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। সামগ্রিকভাবে দেশের জনগণের জীবনযাত্রাকে কিছুটা সহজ করতে চাই।

তিনি আরও বলেন, আমি মানুষের কষ্ট বুঝি, বাজারে স্বস্তি ফেরাতে কাজ করব। এটাকে দায়িত্ব হিসেবে দেখছি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমি কোনো রাজনৈতিক দল বা কোম্পানি ও আত্মীয়-স্বজন কারও কোনো প্রতিনিধিত্ব করছি না। সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।  

উপদেষ্টার দায়িত্ব গ্রহণের আগে ব্যবসায়ী হিসেবে সব কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছেন বলেও তিনি জানান।

এর আগে রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবন দরবার হলে নতুন করে তিন উপদেষ্টা শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নতুন করে শপথ নেওয়া তিন উপদেষ্টা হলেন- ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

তাদের মধ্যে বশির উদ্দিন ও মোস্তফা সরয়ার মন্ত্রণালয় পেয়েছেন। সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে আনা হয়েছে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীকে। মাহফুজ কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, তা জানা যায়নি।