অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে ১২ জেলের কারাদণ্ড


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:২৪

remove_red_eye

৬২

আকবর জুয়েল,লালমোহন থেকে: ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ রক্ষায় তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত লালমোহন উপজেলা মৎস্য অফিস এবং পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। 
অভিযানে চলমান নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ১৭ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ১২ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি। বাকি ৫ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। 
এছাড়াও, অভিযানে ৩ হাজার মিটার জাল এবং ৪টি মাছ ধরা ট্রলার জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ট্রলারগুলো নিলামের জন্য উপজেলা মৎস্য অফিসের জিম্মায় দেওয়া হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- মো. নিরব (২০), মো. শাখাওয়াত কাজী (২৬), মো. রিয়াজ (২৮), মো. রাকিব মুন্সি (৩০), মো. বাবুল ঢালি (২৭), মো. কাশেম হাওলাদার (৩০), মো. ইলিয়াছ (২৫), মো. শাকিল দেওয়ান (১৯), মো. মোরশেদ (৫০), মো. কবির খাঁ (৩৫), মো. মনির (২২) এবং মো. জুলহাস (২২)। এরা লালমোহন উপজেলা এবং পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।