অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনে ভোলা চরফ্যাশনে ৮ জেলে আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:০৯

remove_red_eye

২৯৭

কোস্টগার্ডের টহল অভিযান অব্যাহত

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইলিশর নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ৩ নভম্বর পর্যন্ত মোট ২২ দিন ভোলার মেঘনা ও তেঁতুলিয়া  নদীত মাছ ধরার উপর নিষধাজ্ঞা শুরু হয়েছ। এই অভিযান সফল করত মৎস্য বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নদীত অভিযান শুরু করেছ। রবিবার ভোর ৫টায় নিষেধাজ্ঞার প্রথম দিনে চরফ্যাশন উপজেলার মেঘনা নদীতে ভোরে অবৈধভাবে মাছ শিকারের সময় ৮ জন জেলেকে আটক করা হয়। ও বিপুল পরিমান জাল  জব্দ করেছে মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন ও পুলিশ। এদিকে অভিযানের প্রথম দিনে মেঘনা ও তেতুলিয়া নদীতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যদের ব্যাপক টহল দিয়েছে।
 
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব  জানান, চরফ্যাশন উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে মাছ শিকারের সময় অবৈধ জাল সহ ৮ জন জেলেকে আটক করা হয়েছে। এসময় ৮ জেলেকে চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার ভ‚মি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করেন। পরে উদ্ধারকৃত ৮ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং অবৈধভাবে ধরা ৮০ কেজি মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা আরো জানান, মৎস্য বিভাগের ১৭ টা টিম ২৪ ঘন্টা সার্বক্ষণিক নদীতে অবস্থান করে টহল দিচ্ছে।পাশা পাশি নৌ পুলিশ, কোষ্টগার্ড,নৌ বাহিনী সহায়তা করছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়মিত অভিযান পরিচালনা করছেন। এছাড়াও  ২২ জেলেদের ব্যাংক বীমা বা কোন সংস্থা  জেলেদের ঋণের কিস্তি না নিয়ে পরে নেয়ার জন্য চিঠি দেয়া হয়েছে। ইতোমধ্যে কয়েক টা ইউনিয়নের জেলেদের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ হয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ  অফিসার লেঃ কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর জানান,
ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষে ২২ দিনের নিষেধাজ্ঞা সফল করতে কোস্টগার্ড জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি জন্য লিফলেট বিতরণ, মাইকিং , পোস্টারিং সহ নানা ভাবে প্রচার অভিযানের পাশাপাশি নদীতে টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।এবং এ ধারাবাহিকতা অব্যহত থাকবে বলেও জানান তিনি।