অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৪ই জানুয়ারী ২০২৫ | ৩০শে পৌষ ১৪৩১


ভোলায় আনলকিং পোটেনশিয়াল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২৪ রাত ০৯:৫০

remove_red_eye

৮১

              পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সফলতা অর্জনের লক্ষ 
 
মলয় দে : পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সফলতা অর্জনের  লক্ষে ভোলার বিভিন্ন কলেজের  সাধারন শিক্ষার্থীদের অংশগ্রহণে "আনলকিং পোটেনশিয়াল" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। পাশাপাশি বিগত বছরগুলোতে এ জেলা থেকে যে সকল শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে সে সকল শিক্ষার্থীদেরকে সংবর্ধণা দেয়া হয়েছে।
 শনিবার সকালে ভোলা সরকারি কলেজ সেমিনার কক্ষে ভোলা জেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ইউনিট ফোরামের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
 
সেমিনারে ভোলা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ওই কলেজের  উপাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে নাজিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন ও গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিম সহ আরো অনেকে বক্তব্য রাখেন। 
 
এ সময় বক্তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের এমন উদ্যোগ কে সাধুবাদ জানান।এবং যে কোনো প্রয়োজনো তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
 
সেমিনারের শুরুতে সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেন ভোলার পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা।পড়ে সাধারন শিক্ষার্থীদের নিয়ে  কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ও বিগত বছর গুলোতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে এমন ২০জন কৃতি শিক্ষার্থী কে সংবর্ধনা দেয়া হয়।