বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৮
২১২
বেকার হয়ে পড়ছে ভোলা জেলার দুই লক্ষাধিক জেলে
মলয় দে : ভোলার মেঘনাও তেতুঁলিয়াসহ সাগর মোহনায় ইলিশের প্রজনণ নিশ্চিত করতে আজ মধ্য রাত ১২ টার পর ১৩ই অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত ২২দিন ইলিশসহ সকল প্রকার মাছ ধরা, পরিবহন, বিক্রিকরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য বিভাগ। এর ফলে আজ রাত ১২টা থেকে জেলেদের নদীতে মাছ ধরা বন্ধ হয়ে যাচ্ছে। এতে করে বেকার হয়ে পড়ছে এ জেলার ২ লক্ষাধিক জেলে। এদিকে ২২ দিনের অভিযান সফল করতে মৎস্য বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
মা ইলিশ রক্ষার জন্য নিষেধাজ্ঞা শুরুর ২ দিন আগে থেকেই নদী ও সাগর মোহনা থেকে ভোলার মাছ ঘাট গুলোতে ও তীরে ট্রলার ও নৌকা ভিড়ছে। জেলেরা জাল গোছাচ্ছেন । আবার কোথাও কোথাও দল বেঁধে জাল বুনছেন জেলেরা। সরকারের দেয়া নিষেধাজ্ঞা মানতে তারা প্রস্তুতি নিচ্ছেন। তবে জেলে ও মাছ ব্যবসায়ীরা বলছে, শুধু মা ইলিশ রক্ষা করলেই হবে না। জেলেদের পাশে সরকারকে দাড়াতে হবে। জেলেদের জন্য সরকারের বরাদ্দকৃত যে চাল দেয়া হয় এতে তাদের সংসার চালানো সম্ভব নয়।চালের পাশাপাশি নগদ অর্থ প্রাপ্তির কথাও বলেন কেউ কেউ। অন্যথায় ঋণের বোঝায় জর্জরিত জেলেরা পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়বেন বলে জানান তারা।
এদিকে জেলেদের অনেকেই নিষেধাজ্ঞা কালীন এ সময়ে যেন দেশের বিভিন্ন এনজি গুলোর সাপ্তাহিক যে কিস্তি রয়েছে তা বন্ধের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।তারা আরো জানান, এ কিস্তির টাকা পরিশোধ করার জন্যই অনেকে বাধ্য হয়ে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরতে নামতে হয়।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে,সরকারি হিসেবে ভোলায় নিবন্ধিত জেলের সংখ্যা এক লক্ষ ৬৫ হাজার। এর মধ্যে ১ লক্ষ ৪১ হাজার জেলে নিষেধাজ্ঞা কালীন সরকারি প্রনোদনার ২৫ কেজি করে চাল পাচ্ছেন।নিবন্ধনের বাহিরেও এ জেলায় অন্তত ২ লক্ষাধিক জেলে রয়েছে।
এদিকে জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, ১৩ অক্টোবর থেকে আগামী ২২ দিন মাছ ধরা বিক্রি ও পরিবহনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ নিষেধাজ্ঞা সফল করার লক্ষ্যে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।নিষেধাজ্ঞার প্রথম সপ্তাহের মধ্যেই জেলেদের জন্য সরকারি বরাদ্দকৃত চাল তাদের হাতে পৌছে দেয়া হবে বলেও জানান এ কর্মকর্তা।
বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই
জাতি তার এক মহান অভিভাবককে হারালো : প্রধান উপদেষ্টা
মহাকালের সমাপ্তি
খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক পালন করবে বিএনপি
ভাবতেই পারছি না নেত্রী আমাদের মাঝে নেই: অশ্রুসিক্ত কণ্ঠে ফখরুল
বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন
জীবনে কোনো নির্বাচনে হারেননি খালেদা জিয়া
যেভাবে ‘আপসহীন নেত্রী’ হয়ে ওঠেন খালেদা জিয়া
খালেদা জিয়ার মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়লেন নেতাকর্মীরা
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক