অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে সিপিপির স্বেচ্ছাসেবকদের মাঝে উপকরণ বিতরণ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:২৯

remove_red_eye

১৭৮

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় সিপিপির ৫৫জন স্বেচ্ছাসেবকের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি)’ আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব উপকরণ বিতরণ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের ‘বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ উপক‚লীয় ছোটদ্বীপ এবং নদী চরের জন্য অভিযোজন উদ্যোগ শীর্ষক প্রকল্পের’ বাস্তবায়নে বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল- বাইসাইকেল, টর্চ লাইট, সিপিপি বেস্ট এবং সংকেত পতাকা।

এরআগে ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে এসব উপকরণ বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, সিপিপির উপজেলা সহকারী পরিচালক মো. বদিজ্জামানসহ সিপিপির বিভিন্ন ইউনিট এবং ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।