অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের মাঝে ভোলা জেলা প্রশাসনের অর্থ সহায়তা বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩

remove_red_eye

২২৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ভোলার  নিহত  ৪২ পরিবারের মাঝে ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে  অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার ভোলা জেলা প্রশাসন সম্মেলনে কক্ষে জেলা প্রশাসক আজাদ জাহান নিহত পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে  চেক তুলে দেন।   বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ পরিবারের মাঝে ভোলা জেলা প্রশাসন  ও সমাজ সেবা অধিদপ্তরের যৌথ উদ্যাগে এই অর্থ বিতরন করা হয়। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এসময়  আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনজুর হোসেন,  জেলা সমাজ সেবার উপ- পরিচালক রজত শুভ্র সরকার,সমাজ সেবার সহকারী সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ)কাজী গোলাম কবির, সহকারী পরিচালক (কার্যক্রম) মো মিজান সালাহউদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন,ছাত্র অভ্যুত্থান আমাদের জাতিকে নতুন একটি স্বাধীনতা এনে দিয়েছে। এই অর্জনের পিছনে বহু মানুষ জীবন হারিয়েছে। অনেক পরিবার তাদের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিটিকে হারিয়েছে। যাদের আত্মত্যাগে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি তাদের আমরা ভুলতে চাইনা। তাদের পরিবারের পাশে থাকতে চাই। এসময় ভোলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।