অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় মেঘনা নদী থেকে বিপুল পরিমাণ জাল ও মাছ জব্দ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৪ রাত ১০:২৯

remove_red_eye

২৪৮



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড। শনিবার ৫ই অক্টোবর দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এর দিকনির্দেশনায় এ অভিযানে ভোলা সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম. মাহমুদুল হাসান, জেলা মৎস্য বিভাগের  সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম শুভ  ও কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী এ অভিযানে,মেঘনা নদী থেকে ৬০০ খুটি ও ১টি খুটি জাল কেটে পুরোপুরি বিনষ্ট করা হয়। এ সময়ে ১টি ছোট ফাঁসের বৃহৎ আকৃতির পাই জাল, ৫০০ মিটার চরঘেরা জাল এবং ৬০ কেজি মাছ জব্দ করে ইলিশা কোস্ট গার্ডের পল্টনে এনে জাল বিধিমোতাবেক বিনষ্ট করা হয় এবং জব্দকৃত মাছ বিভিন্ন মাদরাসা এবং স্থানীয় দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।