অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় আলোচনা সভায় শিক্ষকদের কণ্ঠস্বর মূল্যায়নের আহ্বান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৪৬

remove_red_eye

১৬৫

                     বিশ্ব শিক্ষক দিবস ২০২৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ভোলার গ্রামীণ জন উন্নয়ন সংস্থা হল রুমে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য "শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার" এর আলোকে অনুষ্ঠিত এই সভায় শিক্ষকদের অধিকার, মর্যাদা ও নেতৃত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ও গণসাক্ষরতা অভিযানের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোঃ আবু তাহের। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক এডভোকেট বিথি ইসলাম সভাপতিত্ব করেন।  সভাটি পরিচালনা করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপ পরিচালক গোপাল চন্দ্র শিল।
প্রধান অতিথি মোঃ আবু তাহের বলেন, "শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের মান উন্নয়ন অত্যন্ত জরুরি। শিক্ষকদের আরও সুযোগ ও প্রশিক্ষণ প্রদান করে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা সম্ভব।"
সভায় উপস্থিত শিক্ষকরা তাদের পেশাগত চ্যালেঞ্জ ও প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন ।
১৯৬৬ সালের ইউনেস্কো ও আইএলও-র সুপারিশ অনুসরণে প্রতিবছর এই দিবস পালিত হয়। বাংলাদেশে ২০০৭ সাল থেকে গণসাক্ষরতা অভিযান নিয়মিতভাবে এই দিবস উদযাপন করে আসছে।