অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়ারদের তৃতীয় দিনের কর্মবিরতি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা অক্টোবর ২০২৪ রাত ০৯:২৮

remove_red_eye

২৬৬

 
 
 
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় দশম গ্রেড বাস্তায়নের দাবি তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়াররা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করে। বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিরিয়ারস ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
জেলার বিভিন্ন সকারি দপ্তরের সার্ভেয়ারগণ বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে সমবেত হন। পূর্বঘোষণা অনুযায়ী দুপুর ১টা পর্যন্ত সেখানেই তারা অবস্থান করেন। এসময় তাদের দাবির স্বপক্ষে বক্তারা বলেন, তারা বৈষম্যের শিকার হচ্ছেন। অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ১০গ্রেডের বেতন ভাতা পেলেও তারা এ সুবিধা থেকে বিড়ত হচ্ছেন। দশম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী এর আগে দুইদিন তারা কর্মবিরতি পালন করেছেন। দাবি বস্তাবায়ন না হওয়া পর্যন্ত কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী তারা পরবর্তী কর্মসূচি পালন করবেন।