অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩রা অক্টোবর ২০২৪ | ১৮ই আশ্বিন ১৪৩১


নাজিম উদ্দিন আলমকে হত্যাচেষ্টার মামলায় রিমান্ডে জ্যাকব


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা অক্টোবর ২০২৪ রাত ০৯:৩২

remove_red_eye

২৭


বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকবকে ৫ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

জ্যাকবকে মঙ্গলবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে তার ৭ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার এসআই মো. জহুরুল ইসলাম।

অন্যদিকে রিমান্ডের বিরোধিতা করে জ্যাকবের জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী মো. আবুল কাসেম।

উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাবেয়া বেগম।

এর আগে ভোলার এমপি জ্যাকবকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১২ সেপ্টেম্বর ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে নাজিম উদ্দিন আলম এই মামলা করেন।

মামলার বিবরণী অনুযায়ী, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোটের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলছিল। নাজিম উদ্দিন আলমসহ অন্যান্য নেতাকর্মীরা আমিন বাজার ব্রিজে কর্মসূচিতে অংশ নেন।

সকাল ১০টার দিকে পুলিশ নেতাকর্মীদের ওপর হামলা শুরু করে। সে সময় পুলিশের ছোড়া শটগানের গুলিতে নাজিম উদ্দিন আলম গুরুতর আহত হন। তার পেটে ও মাথায় গুলি লাগে।

পরে নাজিম উদ্দিন আলমকে গুরুতর অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আইসিইউতে দীর্ঘদিন চিকিৎসাধনি ছিলেন বলে মামলায় বলা হয়েছে।

মামলায় নাজিম উদ্দিন আলম অভিযোগ করেছেন, তিনি সুস্থ হওয়ার পর সাভার মডেল থানায় মামলা করতে গেলে থানা মামলা নিতে অস্বীকৃতি জানায় এবং তাকে হত্যার হুমকি দেয়। এছাড়া, তার বিরুদ্ধে থানায় পাল্টা মামলা দায়ের করা হয়।

আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এ মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি।

এ মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর, সাবেক আইজিপি মো. হাসান মাহমুদ খন্দকার, সাবেক ডিআইজি মো. এস এম মাহমুদুল হক নুরুজ্জামান, সাবেক পুলিশ সুপার হাবিবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুস সালামকেও আসামি করা হয়েছে।

 

সুত্র : বিডিনিউজ24