অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:২১

remove_red_eye

২২১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : মর্যাদাপূর্ণ বার্ধক্য : বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ" এই প্রতিপাদ্যেকে সামনে রেখে মঙ্গলবার ভোলায়  আলোচনা সভার মধ্য দিয়ে ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা ওপ্রবীন হিতৈষী সংঘ ভোলা আয়োজনে জেলা প্রশাসক ভোলা এর মিলনায়তন রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আজাদ জাহান ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনজুর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজ সেবার উপ- পরিচালক রজত শুভ্র সরকার। এসময় উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক আবু তাহের, আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন,ভোলা কলেজের সাবেক অধ্যক্ষ পারভীন আক্তার,শহীদ জিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খালেদা খানম,সমাজ সেবার সহকারী সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ)কাজী গোলাম কবির, সহকারী পরিচালক (কার্যক্রম) মো মিজান সালাহউদ্দিন প্রমুখ। এসময় বক্তরা বলেন,
প্রবীণরা আমাদের সমাজ ও দেশের সম্পদ। তাঁদের অবহেলা না করে সম্মানের আসনে অধিষ্ঠিত করতে হবে। প্রবীণদের কাউকে যেন শেষ জীবনে এসে অসহায় জীবন কাটাতে না হয় সে ব্যাপারে সকলকে যতœশীল হতে হবে। প্রবীণরা সমাজে সম্মানিত ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। এবিষয়ে সামাজিক ও পারিবারিক মূল্যবোধকে জাগ্রত করতে হবে