অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবি নিয়ে লালমোহনে শিক্ষকদের মানববন্ধন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২৭

remove_red_eye

২০৫

লালমোহন প্রতিনিধি : প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে লালমোহনে মানববন্ধন করেছে শিক্ষকরা। শনিবার সকালে লালমোহন উপজেলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ও ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের আয়োজনে মানববন্ধনে এক দফা দাবি নিয়ে শিক্ষকরা অংশ নেন। শিক্ষক নেতা মো. ছালাউদ্দিন এর সভাপতিত্বে ও মো. হুমায়ুন কবীর এর সঞ্চালনায় শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন একেএম আইয়ুব খান, মো. ফরিদ উদ্দিন, মো. আব্বাস উদ্দিন. গোপাল বিশ^াস, মো. আলাউদ্দিন প্রমূখ। বক্তব্যে শিক্ষক নেতারা বলেন, ১০ম গ্রেড সহকারী শিক্ষকদের দাবি নয়, অধিকার। এই অধিকার দ্রæত সময়ে বাস্তবায়ন করার জোড়ালো দাবি তুলে ধরেন তারা।