অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে মার্চ ২০২৫ | ৬ই চৈত্র ১৪৩১


আন্দোলনে শহীদদের নামের খসড়া তালিকা প্রকাশ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:৪০

remove_red_eye

১৩৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের নামের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকাটি ওয়েবসাইটে ৬ অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের মতামতের জন্য জন্য উন্মুক্ত থাকবে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। গত জুলাই-আগস্ট-এ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে সংগৃহীতের ভিত্তিতে এ খসড়া প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট www.hsd.gov.bd-এ এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd-এ তথ্য প্রকাশ করা হয়েছে। তথ্য সংশোধন ও সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি ২৩ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

তালিকায় প্রকাশিত নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই, সংশোধন ও পূর্ণাঙ্গ করতে শহীদ পরিবারের সদস্য, ওয়ারিশ ও প্রতিনিধিদেরকে অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোনো মতামত, পরামর্শ এবং নতুন কোনো তথ্য-উপাত্ত সংযোজন করার মতো থেকে থাকলে তা সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে জানানোর জন্য অনুরোধ করা হলো।

প্রকাশিত তালিকার তথ্য সংশোধনের জন্য নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

১) শহীদ পরিবারের সদস্য, ওয়ারিশ ও প্রতিনিধিদেরকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)/জন্মনিবন্ধন ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

২) রেজিস্ট্রেশনের পর শহীদ ব্যক্তির তথ্য ডাউনলোড ও প্রিন্ট করতে হবে।  

৩) প্রিন্ট করা কাগজের যে ঘরগুলোতে তথ্য নেই, সেগুলো পূরণ করতে হবে।  

৪) পূরণকৃত তথ্য নিয়ে সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তথ্য সংশোধনে সহায়তা করবে।  

৫) প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি শহীদ পরিবারের সদস্য, ওয়ারিশ ও প্রতিনিধি কর্তৃক পূরণকৃত ফরমটি জমা নিয়ে অনলাইনে তথ্যগুলো হালনাগাদ করবেন।

৬) দাখিলকৃত তথ্য যথাযথভাবে সন্নিবেশিত বা সংশোধিত হলো কিনা তা ওয়েবসাইটে প্রবেশ করে পুনরায় যাচাই করা যাবে।

সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের মধ্যে যদি কারো নাম এ তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে থাকে তাহলে শহীদ পরিবারের সদস্য, ওয়ারিশ ও প্রতিনিধিদেরকে উপযুক্ত প্রমাণকসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক, সিভিল সার্জন ও উপজেলা নির্বাহী অফিসার অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।





জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলার আয়োজনে  ইফতার মাহফিল

জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলার আয়োজনে ইফতার মাহফিল

ভোলা খালকে অবৈধ দখলমুক্ত ও খনন করার দাবিতে মানববন্ধন

ভোলা খালকে অবৈধ দখলমুক্ত ও খনন করার দাবিতে মানববন্ধন

ভোলার দক্ষিণ আইচায় গণধর্ষণ  মামলারদুই আসামি গ্রেফতার

ভোলার দক্ষিণ আইচায় গণধর্ষণ মামলারদুই আসামি গ্রেফতার

মনপুরায় ছাত্রদ‌ল নেতা নিহ‌তের ঘটনায় হত্যামামলা, গ্রেফতার ৪, বিক্ষোভ ও মানববন্ধন

মনপুরায় ছাত্রদ‌ল নেতা নিহ‌তের ঘটনায় হত্যামামলা, গ্রেফতার ৪, বিক্ষোভ ও মানববন্ধন

লালমোহন হাসপাতালে খাদ্য সামগ্রী, ষ্টেশনারী ও ধোলাই কাজের টেন্ডারে অনিয়ম

লালমোহন হাসপাতালে খাদ্য সামগ্রী, ষ্টেশনারী ও ধোলাই কাজের টেন্ডারে অনিয়ম

দৌলতখানে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু

দৌলতখানে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু

ভোলায় বেগুনির মধ্যে পোকা তৃষ্ণা ফাস্টফুডকে জরিমানা

ভোলায় বেগুনির মধ্যে পোকা তৃষ্ণা ফাস্টফুডকে জরিমানা

ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ জলদস্যু শাহিন বাহিনীর ৫ সদস্য আটক

ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ জলদস্যু শাহিন বাহিনীর ৫ সদস্য আটক

লালমোহনে নানা বাড়ির প্রতিবেশির বাথরুমে ডেকে নিয়ে ৭বছরের শিশুকে ধর্ষণ পঞ্চাশোর্ধ বৃদ্ধের

লালমোহনে নানা বাড়ির প্রতিবেশির বাথরুমে ডেকে নিয়ে ৭বছরের শিশুকে ধর্ষণ পঞ্চাশোর্ধ বৃদ্ধের

লালমোহন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

লালমোহন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আরও...