অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


শপথ নিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিশানায়েকে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০৬

remove_red_eye

২২৩

শ্রীলঙ্কার নব-নির্বাচিত বামপন্থী প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে সোমবার কলম্বোতে এক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রীয় এক টেলিভিশনে তা দেখা গেছে। কলম্বো থেকে আজ এএফপি এ খবর দিয়েছে।
২০২২ সালে দ্বীপ দেশটিতে মারাত্মক অর্থনৈতিক সঙ্কট দেখা দিলে ব্যাপক গণ বিক্ষোভের মুখে সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজা পাকসের দেশ ছেড়ে পালিয়ে গেলে শনিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে এক সময়ের প্রান্তিক বামপন্থী মার্কসবাদী পার্টির নেতা দিশানায়েকে বিভিন্ন রাজনৈতিক দলের ৩৮ জন প্রার্থীকে পরাজিত করে জয়ী হন।





আরও...