অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩রা অক্টোবর ২০২৪ | ১৮ই আশ্বিন ১৪৩১


লালমোহনে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সভা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:৩৫

remove_red_eye

৩৪

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে পূজামÐপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা- ‘আসন্ন শারদীয় দুর্গাপূজায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলকে সতর্ক থাকার আহŸান জানান। এছাড়া কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটলে তাৎক্ষণিক প্রশাসনকে অবহিত করার জন্যও বলা হয়। সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করা যাবে বলেও মনে করেন বক্তারা’।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ইরফানুল আল রিফাত, ভোলার অস্থায়ী র‌্যাব ক্যাম্পের ডিএডি আবু হোসেন শাহরিয়ারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,  বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।