অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩রা অক্টোবর ২০২৪ | ১৮ই আশ্বিন ১৪৩১


ঢাকার হত্যা মামলায় লালমোহনের সাবেক শ্রমিক লীগ সভাপতি সিরাজ পঞ্চায়েত গ্রেফতার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:৩৩

remove_red_eye

৩২

লালমোহন প্রতিনিধি : ঢাকার হত্যা মামলায় লালমোহন উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি ও মৎস্য ব্যবসায়ী সিরাজ পঞ্চায়েতকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে লালমোহন উত্তর বাজার একটি কোচিং সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।
লালমোহন থানার ওসি এসএম মাহবুব-উল-আলম জানান, আটককৃত সিরাজ পঞ্চায়েতের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। লালমোহন থানায় আজাদুর রহমান ও মাকসুদুর রহমান বাদী মামলায় তিনি জামিনে ছিলেন। তবে বৈষম্যবিরোধী আন্দোলনে মোহাম্মদপুর এলাকায় ৪ আগস্ট নিহত লালমোহন পশ্চিম চরউমেদ ইউনিয়নের সিএনজি চালক সবুজ হত্যা মামলার ৩৯ নং এজাহারভুক্ত আসামী সিরাজ পঞ্চায়েত। ওই মামলায় তাকে বৃহস্পতিবার ভোলা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।