অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার জনবল নিয়োগ পরীক্ষা সম্পন্ন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:৩১

remove_red_eye

২১৩

লালমোহন প্রতিনিধি : "অহির জ্ঞানে বিশ্বোপযোগী নেতৃত্ব তৈরীর প্রত্যয়" শ্লোগানে ভোলার লালমোহনে আগামী ২০২৫ শিক্ষাবর্ষ থেকে শুরু হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসা।  উক্ত প্রতিষ্ঠানের জনবল নিয়েগের জন্য ২৫টি পদে গত ৩০ আগস্ট জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করা হয়। আবেদনের শেষ তারিখ ছিলো ১০ই সেপ্টেম্বর। ২৫টি পদের বিপরিতে ৮৮ জন আবেদন করে। ৮৪ জনকেই লিখিত ও ভাইবা পরীক্ষার জন্য ডাকা হয়। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় লালমোহন হাইস্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট ৮০জন প্রার্থী অংশগ্রহণ করে।  
লালমোহন শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার চেয়ারম্যান নিজামুল হক বলেন, দ্বীপজেলা ভোলার মধ্যবর্তী স্থান লালমোহন পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ড, উত্তর বাজার মাস্টারপাড়া সড়কে ব্যতিক্রমধর্মী একটি শিক্ষা প্রতিষ্ঠান শুরু করেছি। ২০২৫ শিক্ষাবর্ষে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী ভর্তি করা হবে। মাদরাসাটিকে সুন্দর ও ভালোভাবে পরিচালনা করার জন্য গত ৩০ আগস্ট ২৫টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) যারা আবেদন করেছেন তাদের লিখিত ও ভাইবা পরীক্ষা নেয়া হয়েছে। আমি আশা করি লালমোহনবাসীকে একটি যুগপোযোগী ও ভালো শিক্ষা প্রতিষ্ঠান উপহার দিতে পারবো।
নিয়োগ ও ভাইভা পরীক্ষা পরিদর্শনে চেয়ারম্যান নিজামুল হক সহ আরো উপস্থিত ছিলেন   ব্যবস্থাপনা কমিটির সদস্য  মু. রহমাতউল্লাহ সেলিম, মু.মহিব্বুল্যাহ, আবুল হাসান, আজিজুল হক, মোঃ ফরিদ উদ্দিন, চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার ভাইস-প্রিন্সিপাল আঃ মাজদি, চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের ভাইস-প্রিন্সিপাল ইব্রাহিম খলিল সবুজ, ডাক্তার আজাহারউদ্দিন ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক জনাব আদিল উদ্দিন আহম্মেদসহ প্রমুখ।