অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:২৮

remove_red_eye

২২৭

আকবর জুয়েল,লালমোহন থেকে : ভোলার লালমোহন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. জসিম উদ্দিন নামে ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধূমকেতু আবাসন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জসিম উদ্দিন ওই এলাকার কাঞ্চন মিস্ত্রির ছেলে।
জানা গেছে, শুক্রবার দুপুর ১২ টার দিকে আবাসনের নিজ ঘরে বিদ্যুতের লাইন মেরামত করছিলেন যুবক জসিম উদ্দিন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বিষয়টি তার স্ত্রী দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে গিয়ে জসিমকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক জসিমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, এ ধরনের কোনো সংবাদ পাইনি। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।