অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে নার্স এবং মিডওয়াইফদের পতাকা মিছিল


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৯

remove_red_eye

১৫৪

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় পতাকা মিছিল করেছেন নার্স এবং মিডওয়াইফাররা। মঙ্গলবার সকালে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ লালমোহন উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এ পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
ওই পতাকা মিছিল থেকে তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট এবং রেজিস্ট্রার পদ থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে ওইসব পদে উচ্চশিক্ষিত, দক্ষ এবং অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবি জানান।
এক দফা দাবিতে অনুষ্ঠিত পতাকা মিছিলে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ২৫জন নার্স এবং মিডওয়াইফ অংশগ্রহণ করেন।