অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় ৩১ জন প্রশিক্ষাণার্থীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:৪৮

remove_red_eye

১২৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) সফলতা অর্জনের লক্ষ্যে ৩১ জন প্রশিক্ষণার্থীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আনাস বিন মালেক (রাঃ) ইসলামিক কমপ্লেক্স হলরুমে সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সার্পোট এর আয়োজনে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বন্ধুজন পরিষদ ভোলা জেলার সমন্বয়কারী ও ভোলা  সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ।
এসময় আনাস বিন মালেক (রাঃ) ইসলামিক কমপ্লেক্সের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন ভোলা জেলা শাখার সাবেক সভাপতি মোঃ সোলাইমান বাবুল সহ  অন্যান্য বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।