অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩রা অক্টোবর ২০২৪ | ১৮ই আশ্বিন ১৪৩১


বন্যায় মানবিক সাহায্যে এগিয়ে আসছে ভোলা জেলা বিএনপি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:৪৩

remove_red_eye

৬৮

এইচ আর সুমন : দেশের পূর্বাঞ্চলে মানবসৃষ্ট ভয়াবহ বন্যায় মানবিক সাহায্যে এগিয়ে আসুন এ স্লোগানে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি  কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রে ভোলা জেলা বিএনপি পক্ষ থেকে ৮ লাখ ৭০ হাজার নগদ টাকা তুলে দেন।   বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক ডাক্তার এ জেড এম জাহিদ,  কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কমিটির সদস্য সচিব  এডভোকেট আবদুস সালাম এর হাতে এ টাকা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন,  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  নিবাহী সদস্য ও ভোলা জেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, কেন্দ্রীয় বিএনপি নিবাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন,  সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী  স্বেচ্ছাসেবক দলের সহ-শিল্প সম্পাদক ইব্রাহিম ভুইয়া সাগর,  কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক আকতার শিকদার,  ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক হারুন আর রশিদ সুমন, ঢাকা কাটাবন ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম প্রমূখ।