অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩রা অক্টোবর ২০২৪ | ১৮ই আশ্বিন ১৪৩১


ভোলায় যৌথবাহিনী অভিযান নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২৪ রাত ১১:০৫

remove_red_eye

৪৯




বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা শহরের কাঁচাবাজার এলাকার জাল পট্টিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৩৭ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে। এসময় অবৈধ জাল বিক্রীর দায়ে দুই ব্যবসায়ীর ১০ হাজার পাঁচশ টাকা জরিমানা ও একটি দোকান সিলগালা করা হয়।

বুধবার দুপুরে শহরের জালপট্টিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহমত উল্যাহ এর নেতৃত্বে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথ অভিযান চালায়। এ সময় মেসার্স আরাফাত কটন ও মেসার্স সিকদার টেডার্স থেকে ৩৭ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্ধ করে। নিষিদ্ধ জাল বিক্রীর দায়ে আরাফাত কটনের মালিক ওবায়দুল হক ১০ হাজার টাকা ও হেলাল উদ্দিন নামের একজনের ৫শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। মালিক পক্ষের কাউকে না পাওয়ায় সিকদার টেডার্স নামের দোকানটি সিলগালা করে দেয়া হয়। আর জব্দকৃত জাল আগুনো পুড়িয়ে ধংস করা হয়।