অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় যৌথ অভিযানে দুইটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৯

remove_red_eye

১৮৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় র‌্যাব-৮ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে দেশীয় তৈরী দুই টি অবৈধ আগ্নেয়াস্ত্র পাইপগান ও ৪ টি খালি ম্যাগাজিন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে। রবিবার রাত পৌনে ১ টার দিকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম চরকালি খেয়াঘাট ব্রীজের পশ্চিমাংশে ব্রীজের নিচে ঝোপঝাড়ের ভিতর একটি সাদা রংয়ের বাজারের ব্যাগের ভিতর থেকে এসব অস্ত্র উদ্ধার করেছে।
র‌্যাব সাংবাদিকদের জানান,  ভোলা র‌্যাবের ক্যাম্প কমান্ডার এএসপি মোঃ জামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা  গোপন সংবাদের ভিত্তিতে চরকালি খেয়াঘাট ব্রীজের এলাকায় রবিবার রাতে অভিযান চালায়। এসময় তারা দুই টি দেশীয় তৈরি একনলা কাঠের হাতল বিশিষ্ট ট্রিগারযুক্ত পাইপগান (অবৈধ আগ্নেয়াস্ত্র) পরিত্যাক্ত অবস্থায়  উদ্ধার করেছে।  যার প্রতিটি হাতলসহ দৈর্ঘ্য ৩০.৫ সেঃ মিঃ  ও  সবুজ রংয়ের পলিথিনে মোড়ানো চারটি খালি ম্যাগাজিন, যার প্রতিটির দৈর্ঘ্য ১০.৫ সেঃ মিঃ । পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসব অবৈধ অস্ত্র ভোলা মডেল থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কেউ আটক হয়নি বলে জানা গেছে।