অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩রা অক্টোবর ২০২৪ | ১৮ই আশ্বিন ১৪৩১


ইলিশা ঘাটে বিআইডব্লিউটিএর অভিযানে অবৈধ নৌযানকে জরিমানা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৬

remove_red_eye

৬৩

শফিক খাঁন : দক্ষিণ বাংলার প্রবেশদ্বার নামে খ্যাত ইলিশা ঘাটে  ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ সোমবার ৯ সেপ্টেম্বর  উপজেলার ইলিশা  ফেরিঘাটে নির্বাহি ম্যাজিষ্ট্রেট সাইফুল এর নেতৃত্বে এবং ভোলা অভ্যন্তরীন নৌ পরিবহন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শহিদুল ইসলামের উপস্থিতিতে কোষ্টগার্ড ও ইলিশা সদর নৌ  থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
 
বিভিন্ন অজুহাতে  নৌ যানচলাচলে বিঘ্ন ঘটানো, জনদূর্ভোগসহ  নৌযান  সংকট তৈরি করে অ অনুমোদিত নৌযান চালনার অপরাধে অবৈধ নৌযান শ্রমিক সোহাগ (৩৭) কে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধিত  হয়।
 
ফেরি ও লঞ্চ  চলাচলের বিষয়ে ইজারাদারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয় এবং  ইজারাদারদের ঘাটের টোলরেটে প্রদর্শিত মূল্যের অধিক মূল্য না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।   নির্ধারিত মূল্যের অধিক হারে টোল আদায়ের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে (ফেরিঘাট এবং পারাপার ঘাটের ইজারাদার)কে সতর্ক করা হয়।