অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:৪৫

remove_red_eye

১৬৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : জেলায় রবিবার র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৪ পালন করা হয়েছে। রোববার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল,  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, স্থানীয় আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকত হোসেন,   জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোঃ মোতাসিন বিল্লাহ, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোঃ মাইনুল হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, সাক্ষরতা অর্জনে সবাইকে উদ্বুদ্ধ ও সচেতন হওয়ার ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত সমাজ গঠনে নিরক্ষরতা প্রধানতম অন্তরায়।   
আহমেদ মুন্না : জেলায় রবিবার র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৪ পালন করা হয়েছে। রোববার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল,  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, স্থানীয় আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকত হোসেন,   জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোঃ মোতাসিন বিল্লাহ, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোঃ মাইনুল হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, সাক্ষরতা অর্জনে সবাইকে উদ্বুদ্ধ ও সচেতন হওয়ার ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত সমাজ গঠনে নিরক্ষরতা প্রধানতম অন্তরায়।