বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বাংলাবাজার ফাতেমা খানম কলেজ অডিটোরিয়ামে শনিবার শেষ হয়েছে কলেজ বিতর্ক উৎসব। চুড়ান্ত পর্বে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি আজ তরুন প্রজন্মের এক মাত্র সমস্যা, শীরোনামে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে একাদশ শ্রেনির বিপক্ষ খ’ দল। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন, বিপক্ষ দলের দল নেতা হাবিবা খানম। বিচারকের দায়িত্ব পালন করেন জেলার তিন সেরা বিদ্যাপীঠের অধ্যক্ষগণ। এরা হচ্ছেন বিশেষ অতিথি ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল গফুর, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফীল ও আয়োজক বাংলাবাজার ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ।পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ।করা হয়। মডারেটরের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক অমিতাভ রায় অপু । কো-অডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষকদের মধ্যে রেহানা ফেরদৌস, নাজমুল হাসান, অনুজ কুমার রায়, ধ্রæব হাওরাদার, সোহাগ দেবনাথ, মোঃ আবু সাঈদ, ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিদ্ব করেন ফাতেমা কানম কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ। প্রতিযোগিতায় ২৪ জন শিক্ষার্থীর দল অংশ নেন। চুড়ান্তপর্বে বিজয়ী চ্যাম্পিয়ন বিপক্ষ দলে ছিলেন, একাদশ শ্রেনির মানবিক বিভাগের সায়মা আক্তার ঐশি, একই বিভাগের ফাইজা মাইশা, হাবিবা খানম ও বিজ্ঞান বিভাগের সাবিহা আক্তার ঐশি। ওই দলের সহায়ক ছিলেন বিজ্ঞান বিভাগের মোঃ ইয়ামিন,, মোঃ জোনায়েদ , মোঃ সাখাওয়াত হোসেন,ও মানবিক বিভাগের মোঃ আকাশ । অপরদিকে রানার্সআপ পক্ষ দলে ছিলেন , বিজ্ঞান বিভাগের মিথিলা আক্তার, মারিয়া ইসলাম, মুনতাহিনা জাহান মাহা, মৌমিতা আফরিন জারা। সহায়ক টিমে ছিলেন, কৃপা রায়, আশরাফুল ইসলাম, মোঃ ফাহিম, হাবিবা বেগম । এ ছাড়া প্রথম পর্বে দুটি টিমে অংশ নেয়, মানবিক বিভাগের ইশরাত জাহান সূচি, মোঃ পারভেজ,, অফিফা খানম, নুসরাত জাহান ও বিজ্ঞান বিভাগের , , জাকারিয়া আল মেহরাব, মোঃ লিমন, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ জিহাদুল ইসলাম, তাহমিনা আক্তার । অতিথিদের বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফীল বলেন, এখন ¯েøাগান হচ্ছে ফেসবুক না টেক্সবুক। আমাদের এখন ভাবতে হচ্ছে। অপর বিশেষ অতিথি অধ্যক্ষ প্রফেসর আব্দুল গফুর বলেন, আমাদেরকে এখন আসক্তির মানদন্ড নিরুপন করতে হচ্ছে। আমারা এগিয়ে যাচ্ছি, না পিছিয়ে যাচ্ছি, তা বিচার বিশ্লেষন করতেহ হচ্ছে। সামাজিক যোগাযোগ ম্ধ্যাম ক্ষনিকের প্রয়োজন মেঠালেও দীর্ঘ সময়ে এর কুফল বেশি পরিলক্ষিত হয়। তাই শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে জ্ঞানের তথ্য ভান্ডার সমৃদ্ধ করার মধ্য দিয়ে আগামী দিনের জন্য প্রস্তুতি এখানে শুরু বলেও মনে করেন বিচারকরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল গফুর , বিশেষ অতিথি সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফীল, সহকারী অধ্যক্ষ আবুল বাশার, সহকারী অধ্যাপক এবিএম আবদুস সাত্তার, সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সহকারী অধ্যাপক অমিতাভ রায় ।