অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩রা অক্টোবর ২০২৪ | ১৮ই আশ্বিন ১৪৩১


ভোলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের শহীদি মার্চ কর্মসূচি পালন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৫৯

remove_red_eye

৩৩

বাংলার কন্ঠ প্রতিবেদক : সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মরণে শহীদি মার্চ পালন করেছে ভোলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীরা।এসময় তারা  মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে এ শহীদি মার্চ কর্মসূচী পালন করে।

 বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের শহরের পানবাজর সংলগ্ন ইলিশ ফোয়ারা চত্বর থেকে একটি মিছিল বের হয়।পরে সেটি কালীনাথ রায়ের বাজার-সদর রোড-বাংলা স্কুল মোড়-গার্লস স্কুল মোড় হয়ে ভোলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সভা ও সমাবেশ  করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভোলা জেলা শাখার আন্দোলনকারী শিক্ষার্থীরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় বক্তারা তাদের বক্তব্যে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরন করেন।একই সাথে নিহত শিক্ষার্থীদের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

 এদিকে শান্তিপূর্নভাবে শহীদি মার্চ কর্মসূচী পালনের লক্ষে শহরের প্রতিটি  মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়।