অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে গৃহবধূর মরদেহ উদ্ধার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০২

remove_red_eye

৬২

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় মোসা. রিপা বেগম নামে ২৭ বছর বয়সী এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফরাজগঞ্জ এলাকার সরদার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মৃত গৃহবধূ রিপা ওই বাড়ির মো. ইলিয়াছ সরদারের স্ত্রী।
ওই গৃহবধূর প্রতিবেশীরা জানিয়েছেন, স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে রিপার পারিবারিক কলহ চলছিল। ওই কলহকে কেন্দ্র করে সকলের অগোচরে বসতঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁছিয়ে ফাঁস দেন তিনি। কিছু সময় পর গৃহবধূ রিপা বেগমের স্বামী ঘরে ফিরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তিনি রিপাকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামান। পরে গৃহবধূ রিপা বেগমের মা-বাবাকে খবর দেওয়া হয়। তবে গৃহবধূ রিপার মা-বাবা এসে তারা তাদের মেয়ের গলায় আঙ্গুলের চিহ্ন এবং কালো দাগ দেখতে পান। যার জন্য গৃহবধূ রিপার মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ওই টিমের সদস্যরা গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে এ ঘটনায় থানায় আপাতত অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে। অন্যদিকে ঘটনার পর থেকে গৃহবধূ রিপা বেগমের স্বামী পলাতক রয়েছেন।