অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চাল চুরির স্ট্যাটাসে কমেন্ট করায় চরফ্যাশনে চেয়াম্যানের ভাই পেটালো যুবলীগ কর্মীকে


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই মে ২০২০ রাত ১২:০৩

remove_red_eye

১৪৫৯

চরফ্যাশন প্রতিনিধি:: ভোলার চরফ্যাশনের আহম্মদপুর ই্উপি চেয়ারম্যানের সম্পর্কে ফেইস বুকে চাল চুরির স্ট্যাটাসে কমেন্ট করায় সাদ্দাম হোসেন নামের এক যুবলীগ কর্মীকে পিটিয়ে আহত করেছে চেয়ারম্যানের ভাই জহিরুলের নেতৃত্বে সন্ত্রাসীর। সোমবার রাত সাড়ে ৯টায় উজেলার হাজির হাট বাজারে এ ঘটনা ঘটে। আহত সাদ্দাম সাবেক নুরাবাদ ৫ নং ওয়ার্ডে আ’লীগ সভাপতি সফিকুল ইসলাম কম্পাউন্ডারের ছেলে। আহম্মদুর ইউনিয়ন যুবলীগ কর্মী।

সাদ্দাম  হোসেন অভিযোগ সম্পতি আহম্মদ ইউপির চাল চুরি ঘটনায় কামাল নামের এক ইউপি সদস্য  গ্রেপ্তার হয়। যা স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশ হয়। এরপর চাল চুরি সাথে চেয়ারম্যানের সম্পৃক্ততা নিয়ে এলাকায় তোলার শুরু। এ বিষয়ে ফেইসবুকের এক স্ট্যাটাসে কমেন্ট করি চেয়াম্যান জড়িত আছেন কিনা? ওই স্যাটাসের কারণে সোমবার রাতে ইউপিচেয়ারম্যান ফকরুল ইসলামের নির্দেশে তার ভাই জহিরুল সহ এক ল সন্ত্রাসী আমাকে বেধড়ক পিটিয়ে গুরতর আহত করে। এব্যাপারে  মমলার প্রস্ততি চলছে।

এ প্রসংঙ্গে বক্তব্য নিতে চেষ্টা করেও জহিরুলের ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেয়া যায়নি।