অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় আগ্নেয়াস্ত্র গোলাবারুদ ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:১৩

remove_red_eye

২৩১

            কোস্টগার্ডের অভিযানে

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ বাহাদুর বাহিনীর ২ ডাকাত সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার মেঘনা নদীর বঙ্গের চরে একটি বিশেষ অভিযান পরিচালনা করে এদের আটক করা হয়। আটককৃতরা হলেন বাহাদুর বাহিনীর প্রধান আলি আজগর বাহাদুর( ৪২) ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা গোলাম মোস্তফার ছেলে।ডাকাত দলের আরেক সদস্য ইকবাল হোসেন (২৬) ওই একই উপজেলার রাজাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড চরমনিষা এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে। আজ সোমবার দুপুরে ভোলা খেয়াঘাট সংলগ্ন কোস্ট গার্ডের কার্যালয়ে কোস্ট গার্ডের দক্ষিণ জোনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশীদ তানভীর জানান, দীর্ঘ দিন ধরে সংঘবদ্ধ এ ডাকাত চক্রটি ভোলা সদর উপজেলার ইলিশার বঙ্গের চর এলাকার মেঘনা নদীতে জেলেদের জিম্মি করে নানা ভাবে হয়রানি করে আসছিলো। পরে ভুক্তভোগীরা সাহায্যের জন্য কোস্ট গার্ড কে বিষয়টি জানালে ওই এলাকায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা রবিবার রাতে অভিযান পরিচালনা করেন। এসময় ডাকাত দলের প্রধান বাহাদুর বাহিনীর অন্যতম সদস্য আলি আজগর বাহাদুর ও তার সহযোগী ইকবাল হোসেন কে ৩টি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড তাজাগোলা, ২০ টি দেশীয় অস্ত্র ও নগদ ১ লক্ষ ১৫ হাজার টাকা সহ আটক করা হয়। তিনি আরো জানান,আটককৃত ডাকাত সদস্যদের সাথে উদ্ধারকৃত অস্ত্রসহ তাদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।