অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় অতি দরিদ্রের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:১০

remove_red_eye

১৯৪

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় অতি দরিদ্রের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষনের গতকাল উদ্বোধন করা হয়েছে। ভোলায় পিপিইপিপি ইইউ প্রকল্পভুক্ত পরিবারের সদস্যদের ৫ টি ট্রেডে ৭ ব্যাচে ১০৫ জন প্রশিক্ষণার্থীদের কারিগড়ি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। 

জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে তাদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল। গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচারক জাকির হোসেন মহিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পরিচারক মাইক্রোফিন্যন্স হুমায়ুন কবীর, পরিচারক কর্মসুচি এন্ড লিগ্যাল অ্যাডভোকেট বিথী ইসলাম ও উপ পরিচালক অ্যাডভোকেট গোপাল চন্দ্র শীল। অনুষ্ঠান পরিচালনা করেন ডাক, মনসুর আলম।

ট্রেড গুল হলো,জেনারেল কেয়ারগিভিং ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এ্যান্ড মেইনটেন্যান্স, মোবাইল ফোন সার্ভিসিং, ফ্যাশন গার্মেন্টস ড্রাইভিং কাম অটোমেকানিক্স।