অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় এ পর্যন্ত ৬৮৯ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই মে ২০২০ দুপুর ১২:৩৫

remove_red_eye

৭৪০

 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় গত ২৪ ঘন্টায় আরো ১৪৮ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট হোম কোয়ারেন্টাইনে পাঠানোর সংখ্যা হলো ২১২৭ জন। এর মধ্যে মেয়াদ উর্ত্তীন হয়েছে ১৭৫৮ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৬৯ জন বলে জানিয়েছেন ভোলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম। তিনি আরো জানান, এ পর্যন্ত ভোলায় থেকে ৬৮৯ জনের নমুনা পরীক্ষার জন্য বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া ৪৭৩ জনের নমুনা রির্পোট পাওয়া গেছে। এর মধ্যে ৮ জনের পজেটিভ ও বাকীদের নেগেটিভ । এদিকে আক্রান্ত ৮ জনের মধ্যে ৫ জন সুস্থ্য হয়েছেন। এছাড়া আক্রান্ত  অন্য ৩ চিকিৎসাধিন রয়েছে। তাদের ১ জন ভোলা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ও অন্য ২ জন হোম আইসোলেশনে রয়েছে। তারা এখন সুস্থ রয়েছে বলে আজ সকালে ভোলা সিভিল সার্জন রতন কুমার ঢালী নিশ্চিত করেন।


করোনা



আরও...